Exam | PSC clerkship prelims-2019 (1st Half) |
Time | 1 hour 30 minute |
Total no of question | 100 |
1. রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্ত্রকগুলির মধ্যে কোনটির দায়িত্বে কখনো ছিলেন না?
a) প্রতিরক্ষা মন্ত্রক (b) অর্থমন্ত্ৰক (c) রেলমন্ত্রক (d) বিদেশমন্ত্রক
2. গ্রেটা থুনবার্গ হলেন-
(a) একজন অভিনেত্রী (b) একজন টেনিস খেলোয়াড় (c) একজন পরিবেশ ও জলবায়ুকর্মী (d) একজন মানবাধিকার কর্মী
3. দলাই লামার বাসস্থান কোথায়?
(a) মুসৌরি (b) রুমটেক মঠ (c) তাওয়াং (d) ম্যাকলিওডগঞ্জ, ধর্মশালা
4. লোকসভায় আসন সংখ্যা কত?
(a) 540 (b) 545 (c) 550 (d) 543
5. 2019 সালে ইস্টার রবিবারে আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয়-
(a) ক্রাইস্টচার্চ শহরে (b) কলম্বোতে (c) ব্র্যাডফোর্ডে (d) জেরুজালেম শহরে
6. পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে?
(a) 21(b) 19 (c) 23 (d) 22
7. নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন?
(a) যোগেন চৌধুরী (b) নন্দলাল বসু (c) রামকিঙ্কর বেইজ (d) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
8. নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কাকে 2019 সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়?
(a) পিটার হ্যান্ডকে (b) বব ডিলন (c) অল্পা টোকারচুক (d) সালমান রুশদি
9. রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে তা হল-
(a) হেলিকপ্টার (b) যুদ্ধবিমান (c) ডুবোজাহাজ (d) দূরপাল্লার ক্ষেপণাস্ত্র
10. পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে?
(a) পাটের তৈরি ব্যাগ (b) প্লাস্টিক ব্যাগ (c) কাগজের ব্যাগ (d) কাপড়ের ব্যাগ
11. নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা?
(a) দিব্যেন্দু বড়ুয়া (b) চাঁদ রাম (c) মঞ্জু রানি (d) দীপা কর্মকার
12. মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন-
(a) যুক্তরাজ্যে (b) দক্ষিণ আফ্রিকায় (c) ভারতবর্ষে (d) জিম্বাবোয়েতে
13. 2016 সালে অলিম্পিক গেমস যে শহরে অনুষ্ঠিত হয় সেটি হল-
(a) লন্ডন (b) রিও ডি জেনিরো (c) মস্কো (d) মেক্সিকো সিটি
14. সংবিধানের 370 ধারার অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যে সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুন্ন হয়েছে?
(a) মনিপুর (b) জম্মু এবং কাশ্মীর (c) নাগাল্যান্ড (d) সিকিম
15. ‘হাউডি মোদী’ অনুষ্ঠানটি যে শহরে হয়েছিল সেটি হল-
(a) লস অ্যাঞ্জেলেস (b) নিউইয়র্ক (c) হিউস্টন (d) ওয়াশিংটন
16. নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয় ?
(a) অস্ট্রেলিয়া (b) স্কটল্যান্ড (c) বেলজিয়াম (d) স্পেন
17. আন্তর্জাতিক অর্থভাণ্ডারের বর্তমান সভাপতির নাম
(a) ক্রিস্টিন লাগার্দ (b) ক্রিস্টালিনা জর্জিয়েভা (c) জা ক্লড জানকর (d) ডোনাল্ড টাস্ক
18. লিওনেল মেসি কোন দেশের নাগরিক?
(a) ব্রাজিল (b) আর্জেন্টিনা (c) বলিভিয়া (d) পর্তুগাল
19. ফিজি রাষ্ট্রের অবস্থান-
(a) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে (b) উত্তর আটলান্টিক অঞ্চলে (c) উত্তর আফ্রিকায় (d) দক্ষিণ আমেরিকায়
20. যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে সেটি হল-
(a) সুইডেন (b) ব্রিটেন (c) রাশিয়া (d) আমেরিকা
21. 2019 সালে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের একক সেরা সম্মান লাভ করেন-
(a) সানিয়া মির্জা (b) সাইনা নেহওয়াল (c) পিভি সিন্ধু (d) নজমি অকুহারা
22. ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি?
(a) নিকোলাস সারকোজি (b) জা মনেট (c) ইমানুয়েল ম্যাকরো (d) ফ্রা হল্যান্ড
23. প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা যে শহরে হয়েছিল সেটি হল
(a) জাকার্তা (b) নয়াদিল্লি (c) কলম্বো (d) ব্যাংকক
24. নিম্নলিখিত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়?
(a) মেদিনীপুর (b) দমদম সেন্ট্রাল জেল (c) মুজাফ্ফরপুর (d) প্রেসিডেন্সি জেল, কলকাতা
25. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়?
(a) চন্ডিগড (b) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (c) পুদুচেরি (d) ত্রিপুরা
26. পলাশীর যুদ্ধ হয়েছিল –
(a) 1757 সালে (b) 1758 সালে (c) 1857 সালে (d) 1858 সালে
27. সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায়?
(a) জেনেভায় (b) ওয়াশিংটনে (c) প্যারিসে (d) লন্ডনে
28. গৌতম বুদ্ধের জন্মস্থান হল
(a) কপিলাবস্তু (b) সারনাথ (c) বোধগয়া (d) লুম্বিনী
29. বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম হল
(a) হুগলি জেলায় (b) নদীয়া জেলার (c) পশ্চিম মেদিনীপুর জেলায় (d) হাওড়া জেলায়
30. 2019 সালে সাংবাদিকতায় ম্যাগসেসে পুরস্কার পেলেন
(a) স্বপন দাশগুপ্ত (b) রভিশ কুমার (c) অর্ণব গোস্বমি (d) রবীন্দ্র কুমার
31. The third pillar বইটির লেখক এর নাম কি?
(a) অমর্ত্য সেন (b) পদ্মা দেসাই (c) রঘুরাম রাজন (d) জগদীশ ভগবতী
32. নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়?
(a) বাংলাদেশ (b) মায়ানমার (c) শ্রীলংকা (d) নেপাল
33. নিম্নে বর্ণিত নদীগুলির মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমান্ত রেখা অতিক্রম করে না?
(a) গঙ্গা (b) তিস্তা (c) আত্রেয়ী (d) দামোদর
34. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কার পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছিলেন?
(a) বিল ক্লিনটন (b) বারাক ওবামা (c) কলিং পাভেল (d) জর্জ বুশ জুনিয়র
35. বর্তমানে চীনে হংকং ছাড়া আর কতগুলি SARS রয়েছে?
(a) 2 (b) 1 (c) 3 (d) ওপরের কোনোটিই নয়
36. বালাকোট জায়গাটির অবস্থান
(a) ভারতের উত্তর পূর্বে (b) পাকিস্তানের উত্তর-পশ্চিমে (c) আফগানিস্থানে (d) ইরান-আফগানিস্তান সীমান্তে
37. জয়দেব মুখার্জি কোন খেলায় ভারতীয় দলে খেলেছেন?
(a) টেনিস (b) ব্যাডমিন্টন (c) ক্রিকেট (d) ফুটবল
38. ভারত -বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন আছে
(a) ভারতীয় সেনাবাহিনী (b) সীমান্ত রক্ষা বাহিনী (c) কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ (d) ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ
39. নিচে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশটি 2019 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় করেছে?
(a) দক্ষিণ আফ্রিকা (b) ইংল্যান্ড (c) নিউজিল্যান্ড (d) ভারত
40. মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30 শে জানুয়ারি-
(a) 1947 সালে (b) 1948 সালে (c) 1949 সালে (d) 1950 সালে
41. পরপর তিনটি যুগ্ম সংখ্যার যোগফল 54 হলে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
(a) 18 (b) 15 (c) 20 (d) 16
42. 0.2 + 0.2-0.2 0.2 x (0.2 x 0.2) এর সরলতম মান
(a) 0.04 (b) 0.2 (c) 1 (d) 0.36
43. এক ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11 টি আপেল কিনে 11 টাকায় 10 টি আপেল বিক্রয় করলেন। তার কত লাভ বা ক্ষতি হলো?
(a) 20% ক্ষতি (b) 21% ক্ষতি (c) 20% লাভ (d) 21% লাভ
44. ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 56, 76 এবং 190 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে?
(a) 1140 (b) 1141 (c) 1150 (d) 1151
45. যদি A : B = 2 : 3 B : C = 4 : 5 এবং C : D = 3 : 7 হয়, তবে A : B : C : D এর অনুপাত হবে
(a) 8:12:15:35 (b) 8:15:12:35 (c) 12:8:15:35 (d) 12:8:35:15
46. একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার অথবা স্রোতের অনুকূলে 18 কিলোমিটার যেতে পারে। স্থির জলে নৌকার বেগ কত?
(a) 4 কিমি/ঘন্টা (b) 4.5 কিমি/ঘন্টা (c) 3 কিমি/ঘন্টা (d) 3.5 কিমি/ঘন্টা
47. যদি কোন আসল, চক্রবৃদ্ধি হার সুদে তিন বছরে সুদে- আসলে 27 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত?
(a) 100% (b) 150% (c) 75% (d) 200%
48. 200 মিটারের একটি প্রতিযোগিতায় A ঘন্টায় 5 কিমি বেগে দৌড়ায়৷ যখন ৪ মিটার এগিয়ে যায় তখন A দৌড় শুরু করে তবুও B কে ৪ সেকেন্ডে পরাজিত করে৷ B এর গতিবেগ সেকেন্ডে নির্ণয় করো।
(a) 48 / 19 মিটার / সেকেন্ড (b) 24 / 19 মিটার / সেকেন্ড (c) 32 / 19 মিটার / সেকেন্ড (d) 60 / 19 মিটার / সেকেন্ড
49. বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 10000 টাকার 3 বছরের সুদ-আসল কত হবে? (সুদ পর্ব 1 বছর)
(a) Rs 12340 (b) Rs 13210 (c) Rs 13320 (d) Rs 13310
50. কোন বস্তুর ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত?
(a) 5% (b) 10% (c) 15% (d) 20%
51. A, B ও C এর বয়সের অনুপাত 5:8:9; যদি A ও C এর বয়সের সমষ্টি 56 বছর হয় তবে B এর বয়স কত?
(a) 20 বছর (b) 32 বছর (c) 36 বছর (d) 40 বছর
52. √{(0.02) + √(0.0049)}=?
(a) 0.03 (b) 0.42 (c) 0.003 (d) 0.3
53. √0.01 + √0.81 + √1.21 + √0.0009 -এর মান হবে
(a) 2.03 (b) 2.1 (c) 2.11 (d) 2.13
54. দুটি সংখ্যার অনুপাত 10:7 এবং তাদের পার্থক্য 105 হলে সংখ্যা দুটির সমষ্টি কত?
(a) 595 (b) 805 (c) 1190 (d) 1610
55. A একটি কাজ 12 দিনে করতে পারে। B, A এর চেয়ে 60% বেশি দক্ষ। তাহলে ওই একই কাজ করতে B এর সময় লাগবে
(a) 7.5 দিন (b) 6.5 দিন (c) 8 দিন (d) 6 দিন
56. যদি P এর 50% = Q এর 25% হয়, তবে P = Q এর x% হলে, x = কত?
(a) 0.5 (b) 2 (c) 50 (d) 0.005
57. কোন মূলধন 3 বছরে সুদে-মূলে 560 টাকা এবং 5 বছরে সুদে-মূলে 600 টাকা হয়, বার্ষিক সুদের হার কত?
(a) 2% (b) 4% (c) 6% (d) 8%
58. কোন সংখ্যার অংশের 2/3 মান 26 হলে, সংখ্যাটি 25% এর মান কত?
(a) 9.25 (b) 9.35 (c) 9.55 (d) 9.75
59. দুটি সংখ্যার লসাগু 315 এবং তাদের অনুপাত 5:7, তাদের গুণফল
(a) 2358 (b) 2538 (c) 2835 (d) 2853
60. এক ব্যক্তি 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে P থেকে Q পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% বৃদ্ধি করে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত?
(a) 36 কিলোমিটার/ঘন্টা (b) 45 কিলোমিটার / ঘন্টা (c) 48 কিলোমিটার/ঘন্টা (d) 50 কিলোমিটার / ঘন্টা
61. যদি 579*2 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তবে * চিহ্নিত স্থানে যে সংখ্যাটি বসবে তা হল
(a) 3 (b) 7 (c) 9 (d) 11
62. যদি 20/3 – 35/9 – * = 1 হয় তবে * চিহ্নিত স্থানটিতে বসতে হবে-
(a) 2/3 (b) 3/2 (c) 16/9 (d) 15/7
63. বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছরের সুদ কত?
(a) 250 টাকা (b) 150 টাকা (c) 140 টাকা (d) 120 টাকা
64. A একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে এবং B ওই কাজটি 2/5 অংশ 10 দিনে করতে পারে। A ও B একত্রে সম্পূর্ণ কাজটি করে
(a) 31/4 দিনে (b) 75/8 দিনে (c) 44/5 দিনে (d) 10 দিনে
65. 10% এবং 30% ক্রমিক ছাড় এর সমতুল্য ছাড় কত শতাংশ হবে?
(a) 33% (b) 37% (c) 40% (d) 47%
66. (2.3×2.3×2.3 – 0.027)/(2.3×2.3+0.69+0.09)-এর সরলতম মান হবে-
(a) 1 (b) 2 (c) 3 (d) 4
67. একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 9 ঘন্টা এবং 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চা পূর্ণ হবে
(a) 36/7 ঘন্টায় (a) 37/7 ঘন্টায় (a) 38/7 ঘন্টায় (a) 5 ঘন্টায়
68. একটি সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে 132 ভাগশেষ থাকে৷ সংখ্যাটিকে 25 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে
(a) 6 (b) 7 (c) 8 (d) 9
69. A, B, C একটি কাজ যথাক্রমে 6, 12 ও 24 দিনে করতে পারে ৷ তারা একত্রে কাজটি শেষ করবে-
(a) 31/4 দিন (b) 75/8 দিন (c) 35/4 দিন (d) 24/7 দিন
70. 150 গ্রাম চিনির দ্রবণে 20 শতাংশ চিনি আছে৷ ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে?
(a) 10 গ্রাম (b) 35 গ্রাম (c) 40 গ্রাম (d) 45 গ্রাম
71. Find from below the word that means ‘essential.’
(a) Unimportant (b) Relevant (c) Essence (d) Vital
72. Complete the idiom by choosing the right word from the options given below:
The old lady was murdered in the cold __.
(a) Ice (b) Water (c) Blood (d) Milk
73. Choose from the following the correct indirect form of the sentence given:
He said to me, ‘I have never seen such a brilliant boy in my life’
(a) That I have never seen such a brilliant boy in my life, he said to me.
(b) Such a brilliant boy was never seen in my life, he told me.
(c) The boy was so brilliant that he had never seen the like of him.
(d) He told me that he had never seen such a brilliant boy in his life.
74. Choose from the list below the most appropriate word to fill in the blank:
A __ is a person who gets things secretly and illegally into or out of a country.
(a) Importer
(b) Criminal
(c) Smuggler
(d) Exporters
75. Find out from the given words the opposite of ‘attack’.
(a) Fight
(b) Return
(c) Defend
(d) Pounce
76. Find out the appropriate word that fits the bold part of the sentence:
The handkerchief was turned into a bird by the magician.
(a) Stuffed
(b) Put
(c) Transformed
(d) Puffed
77. Fill in the blank with an appropriate word from the list below:
Neither Lata nor Sujatha __ present in class on 14th October.
(a) Were
(b) Are
(c) Was
(d) Have been
78. Find from the below the word that means ‘enormous’.
(a) Famous
(b) Normal
(c) Incongruous
(d) Huge
79. Change from passive to active voice, choosing from the options below:
The crazy girl was laughed at.
(a) They laughed at the crazy girl.
(b) At the crazy girl, they laughed.
(c) They were laughed at by the crazy girl.
(d) The crazy girl laughed at them.
80. Change from active to passive voice by choosing from the options below:
The boys are flying kites in the sky.
(a) Kites are flying in the sky by the boys.
(b) In the sky, kites are flown by the boys.
(c) Kites are being flown by the boys in the sky.
(d) The flying of kites in the sky is done by the boys.
81. Replace the bold word with the most appropriate phrasal verbs:
He decided to visit him at his home.
(a) Call for
(b) Call on
(c) Call up
(d) Call off
82. Fill in the blank with an appropriate preposition listed below:
The tired hawker sat __ the tree.
(a) Up
(b) In
(c) From
(d) Under
83. Replace the missing word with the right word from the options below:
The man was so __ that he believed that God himself had drunk the milk offered.
(a) Credible
(b) Creditable
(c) Credulous
(d) Incredible
84. Change the following statement into an interrogative sentence:
You have had your dinner.
(a) Had you have your dinner?
(b) Have you had your dinner?
(c) What about your dinner, did you have it?
(d) Did you have your dinner?
85. Choose the correct spelling from the options below
(a) Hyphanated
(b) Hyphennated
(c) Hyphannated
(d) Hyphenated
86. Replace the missing word with the right word from the options below:
All __ Alok were present during the meeting.
(a) Except
(b) Expect
(c) Exceed
(d) Accept
87. Fill in the blank with an appropriate preposition given below:
Ram was good __ Chemistry.
(a) At
(b) With
(c) About
(d) Over
88. Fill in the blank with an appropriate preposition from the list below:
Ritash mother did not approve __ her returning home so late at night.
(a) For
(b) On
(c) To
(d) Of
89. He was too preoccupied __ his studies to think of other matters.
(a) With
(b) In
(c) At
(d) On
90. Choose the correct spelling from the options below
(a) Exaggerate
(b) Exagarate
(c) Exaggarate
(d) Exagerate
91. Choose the correct form of the verb from the options given below:
He rushed to the hospital after he __ the news.
(a) Has heard
(b) Has been heard
(c) Has been hearing
(d) Had heard
92. Fill in the blank with an appropriate preposition from the list below:
He was successful __ completing the job within four days.
(a) On
(b) In
(c) With
(d) Of
93. Complete the idiom by choosing the right word:
When Deepak could not solve the problem, he decided to give __.
(a) Off
(b) Up
(c) Out
(d) Back
94. Complete the idiom by choosing the right word:
His old shoes have stood him in good __ in his travels.
(a) Stead
(b) Years
(c) Price
(d) Manner
95. Replace the bold word with the right alternative from the options given:
The time allowed for the work should have been adequate.
(a) Indefinite
(b) Subsequent
(c) Efficient
(d) Sufficient
96. Choose the most appropriate word to fill in the blank:
The examiner could not understand the candidate’s handwriting because it was __.
(a) Distinct
(b) Shining
(c) Stylish
(d) Illegible
97. Fill in the blank with an appropriate preposition from the list below:
The policeman seized him __ arm and led him away.
(a) By
(b) With
(c) At
(d) On
98. Find the word that means a plant that grows in hot, dry regions covered in spines but without leaves:
(a) Creeper
(b) Cactus
(c) Eucalyptus
(d) Sugarcane
99. Find the word which has the same meaning as ‘commence’.
(a) Announce
(b) Commend
(c) Begin
(d) Comment
100. Fill in the blank with an appropriate preposition from the list below:
Sita and Mira quarrelled _ themselves.
(a) Among
(b) Between
(c) With
(d) For