PSC Miscellaneous Prelims Mock Test Set-6

Set No6
Total no of question100
Time1 hour 30 minutes

PSC Miscellaneous Prelims Mock Test

Set-6

1 / 100

ভারতীয় সংবিধানের কোন ধারায় uniform civil Court এর কথা বলা হয়েছে ?

2 / 100

কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?

3 / 100

কবি সত্যেন্দ্রনাথ দত্ত রচনা করেন -

4 / 100

"পেনহোল্ড গ্রিপ" কথাটি কোন খেলার সাথে সম্পর্কিত ?

5 / 100

"সপ্তপর্ণী কেভ" কোথায় অবস্থিত ?

6 / 100

যে প্রক্রিয়ায় তেল থেকে ভেজিটেবিল ঘি প্রস্তুত করা হয় তাকে কি বলে ?

7 / 100

লোহিত রক্ত কণিকা কোথায় ধ্বংস হয় ?

8 / 100

লজ্জাবতী উদ্ভিদে যে চলন দেখা যায় তার নাম -

9 / 100

'বেদান্ত সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন ?

10 / 100

কোনো রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থাটি গঠিত হয় :

11 / 100

ভুবনসোম এর রচয়িতা কে ?

12 / 100

বৌদ্ধ ইতিহাস অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য কোন বংশীয় ছিলেন ?

13 / 100

আসকারিয়াসিসের সংক্রমণ কিসের মাধ্যমে হয় ?

14 / 100

নিম্নের কোনটি জৈনশাস্ত্র গ্রন্থ ?

15 / 100

রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ জারি করতে পারেন ?

16 / 100

'গুপ্তাব্দ' কে প্রচলন করেন ?

17 / 100

পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি?

18 / 100

কে প্রস্তাবনা কে " Soul of Indian Constitution" বলেছেন ?

19 / 100

সুপ্রিম কোর্টের 'মূল এলাকাগত ক্ষমতা' কত নম্বর ধারায় উল্লেখ রয়েছে ?

20 / 100

কোন রাজধানী শহরটি কর্কটক্রান্তি রেখার সবচেয়ে কাছে অবস্থিত ?

21 / 100

নিম্নের কোনটি কে ভারতের অর্কিডের শহর বলা হয়?

22 / 100

ভৈরবী রাগটি হল -

23 / 100

পথের পাঁচালী সিনেমার সংগীত পরিচালক কে ছিলেন ?

24 / 100

অমরকন্টক পর্বত থেকে দুটি ভিন্ন নদী উৎপত্তি লাভ করেছে এবং প্রবাহিত হয়েছে ভিন্ন দিকে (পশ্চিম এবং পূর্ব) নদী দুটি হল —

25 / 100

উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি ?

26 / 100

সহ্যাদ্রি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

27 / 100

জলে আংশিক ডোবানো সোজা দণ্ডকে বাঁকা দেখা যাওয়ার কারণ হল :

28 / 100

প্রদীপের সলতে সর্বদা তেলে সিক্ত থাকার কারণ হলো -

29 / 100

বলয় পরীক্ষা নিম্নের কোনটির উপস্থিতি নির্দেশ করে ?

30 / 100

2024 প্যারিস অলিম্পিক এ ভারতের মোট পদক সংখ্যা কত ?

31 / 100

মাপাসাঁ কে ছিলেন -

32 / 100

শান্তিনিকেতন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অ্যাখ্যা পেয়েছে?

33 / 100

ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা কে ?

34 / 100

শব্দের কোন বৈশিষ্ট বায়ুর তাপমাত্রা বৃদ্ধির সাথে পরিবর্তিত হয় ?

35 / 100

"মুক্তির মন্দির সোপানতলে" গানটির গীতিকার কে ?

36 / 100

AIFF-এর বর্তমান প্রেসিডেন্ট এর নাম কি ?

37 / 100

নাদা হাফেজ কোন খেলার সাথে যুক্ত ?

38 / 100

গাড়ির পিছনের বস্তু দেখার জন্য কোন লেন্স ব্যবহার করা হয় ?

39 / 100

বরেন্দ্রভূমি প্রধানত কোন জেলার সঙ্গে যুক্ত ?

40 / 100

নিম্নের কোন স্থানটি প্রাক ঐতিহাসিক যুগের চিত্রকলার জন্য বিখ্যাত ?

41 / 100

নিম্নের কোন নদীটি হিমালয়ের থেকে প্রাচীন ?

42 / 100

কোন দেশে প্রথম মহিলাদের ভোটদানের অধিকার দেওয়া হয় ?

43 / 100

আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে তুলে দিয়েছিলেন ?

44 / 100

ভূপাল গ্যাস দুর্ঘটনার সময় প্রধানমন্ত্রী ছিলেন -

45 / 100

ভারতের কোন রাজ্যে দীর্ঘতম তটভূমি রয়েছে ?

46 / 100

স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ?

47 / 100

'The Life Divine' বইটি কার লেখা ?

48 / 100

নিম্নের কোন রাজ্যে অধিকসংখ্যক লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করে ?

49 / 100

মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতব উপাদান কোনটি ?

50 / 100

ভারতের কমিউনিস্ট পার্টি কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?

51 / 100

কোন তারিখে মহাবিষুব হয় ?

52 / 100

বাহমনী রাজ্যের রাজধানী ছিল :

53 / 100

রামমোহন রায়কে 'রাজা' উপাধি কে দিয়েছিলেন ?

54 / 100

উষ্ণতার বা তাপমাত্রার এস আই একক কোনটি?

55 / 100

বিক্রমশিলা বিহার কে প্রতিষ্ঠা করেন ?

56 / 100

কোনও বস্তুর ওজোন সর্বাধিক হবে—

57 / 100

নানঘাট শিলালিপি থেকে আমরা কোন রাজার সম্মন্ধে জানতে পারি ?

58 / 100

দ্বাদশ শতকের কাশ্মীরের ঐতিহ্য সম্মিলিত গ্রন্থ রাজতরঙ্গিনী রচয়িতা কে ?

59 / 100

ভারতের সিল্ক সিটি নামে কোন শহরটি পরিচিত ?

60 / 100

নিচের কোন শহরটি হীরের শিল্পের জন্য বিখ্যাত ?

61 / 100

নিম্নলিখিত কোন ফসল খরিফ ফসলের উদাহরণ ?

62 / 100

বিধবা বিবাহ আইন কোন বছর পাশ হয়?

63 / 100

ভারতীয় গণপরিষদে কত জন নির্বাচিত সদস্য ছিল ?

64 / 100

হুতোম প্যাঁচা - কার ছদ্মনাম ?

65 / 100

প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধান কে কি বলা হত?

66 / 100

পশ্চিমবঙ্গের হাইকোর্ট কোন রাজ্যের মামলার শুনানি নিতে পারে?

67 / 100

ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরি হল-

68 / 100

ভারতীয় সংবিধানের ব্যাখ্যা কর্তা কাকে বলা হয় ?

69 / 100

কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায়?

70 / 100

গ্রিনিচ মানমন্দির কোথায় দেশে অবস্থিত ?

71 / 100

ডাঃ বিধানচন্দ্র রায় কত সালে ভারতরত্ন পুরস্কার পান ?

72 / 100

সিপাহী বিদ্রোহকে ‘A first war of independence’ কে বলেছিলেন ?

73 / 100

হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসেন?

74 / 100

তালচের তাপ বিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত?

75 / 100

সাদা কয়লা বলা হয় কাকে?

76 / 100

A ও B একত্রে একটি কাজ 15 দিনে করতে পারে। যদি B এক ওই কাজটি 20 দিনে শেষ করে, তবে A একা ওই কাজটি কত দিনে করতে পারবে ?

77 / 100

সামিনা ও সুহানার বয়সের অনুপাত 7:3। 6 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:3। তাহলে তাদের বয়সের পার্থক্য কত ?

78 / 100

A ও B -এর বয়সের অনুপাত 6:5 এবং তাদের বয়সের সমষ্টি 44 বছর। তাহলে 8 বছর পর A ও B -এর বয়সের অনুপাত কি হবে ?

79 / 100

যদি 2x^2 + 12x + 18 = 0, হয় তাহলে x-এর মান কত ?

80 / 100

720 টাকা 2 জন পুরুষ, 5 জন মহিলা এবং 8 জন বালকের মধ্যে এমন ভাবে ভাগ করা হল যাতে পুরুষ, মহিলা এবং বালকের ভাগের অনুপাত 3:2:1। তাহলে প্রত্যেক বালক কত টাকা করে পাবে ?

81 / 100

বিক্রয় মূল্যের ওপর 10% ক্ষতি হলে, ক্রয়মূল্যের ওপর ক্ষতির পরিমান কত ?

82 / 100

A ও B একটি ব্যবসায় 5:3 অনুপাতে বিনিয়োগ করে। মোট লাভের 10% চ্যারিটিতে দান করা হলে এবং A -এর লাভ 900 টাকা হলে, মোট লাভ কত ?

83 / 100

দুটি পণ্যবাহী ট্রেন প্রতিটি 500 মিটার লম্বা, দুটি সমান্তরাল লাইনের বিপরীত দিকে চলছে। তাদের গতিবেগ যথাক্রমে 45 কিমি/ঘন্টা এবং 30 কিমি/ঘন্টা। দ্রুতগামী ট্রেনের চালককে অতিক্রম করতে ধীরগতির ট্রেনটির কত সময় লাগবে ?

84 / 100

1800-এর সঙ্গে সর্বনিম্ন কত যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ?

85 / 100

একটি যাত্রাপথে একটি গাড়ি 70 কিমি/ঘন্টা গতিতে যাত্রা শুরু করে এবং প্রতি দুই ঘন্টা অন্তর গতিবেগ 10 কিমি/ঘন্টা করে বৃদ্ধি হয়। 345 কিমির একটি যাত্রাপথ কত ঘন্টায় অতিক্রম করবে ?

86 / 100

√24=4.899 হলে, √(8/3)-এর মান কত ?

87 / 100

যদি P-এর P%=36 হয়, তবে P-এর মান কত ?

88 / 100

একটি চেয়ার 1,235 টাকায় বিক্রি করে 5% ক্ষতি হয়। চেয়ারটি কত টাকায় বিক্রয় করলে 5% লাভ হবে ?

89 / 100

যদি 2x + 3x = 4x +6x -10 হয়, তবে x= ?

90 / 100

2400 সৈন্যের জন্য 60 দিনের জন্য পর্যাপ্ত খাবার রয়েছে এবং প্রতিটি সৈন্য প্রতিদিন 750 গ্রাম খায়। 43 দিন পর 900 সৈন্য ক্যাম্প ছেড়ে চলে যায়। এখন বাকি সৈন্যদের বাকি খাবার কত দিন চলবে, যদি তারা প্রতিদিন 850 গ্রাম খায় ?

91 / 100

2 জন লোক বা 3 জন মহিলা একটি কাজ 96 দিনে করে, তবে 6 জন লোক ও 7 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে ?

92 / 100

একটি সংখ্যার 28% এর মান 20 হলে, একই সংখ্যার 49% এর মান কত ?

93 / 100

যদি কোনো বস্তুর ক্রয়মূল্য ও বিক্রয়মূল্ল্যের অনুপাত 5:6 হয়। তাহলে লাভ হয়

94 / 100

কোনো সংখ্যার 35 % যদি 91 হয়। তবে সংখ্যাটি কত ?

95 / 100

আপেলের দাম 20 % বৃদ্ধি পায় এবং তারপর 20 % হ্রাস পায়। মোট হ্রাস পেয়েছে কত শতাংশ ?

96 / 100

বার্ষিক 6% সরল সুদের হারে কোনো মূলধন কত বছরে দ্বিগুন হবে ?

97 / 100

বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন তিন বছরে সুদেমুলে 1848 টাকা ও ৫ বছরে সুদে মুলে 1980 টাকা হয়। মূলধন ও বার্ষিক সরল সুদের হার নির্ণয় কর ?

98 / 100

এক ব্যাক্তি স্রোতের অনুকূলে 15 কিমি/ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে 9 কিমি/ঘন্টা বেগে দাঁড় টানতে পারে। স্থির জলে ব্যাক্তির গতিবেগ ঘন্টায় কত কিমি ?

99 / 100

স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি/ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 5 কিমি/ঘন্টা। স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত কিমি পথ অতিক্রম করবে ?

100 / 100

একজন অসাধু ফল বিক্রেতা কেনা দামে তার পণ্য বিক্রি করে কিন্তু সে এক কেজি ওজনের জন্য 900 গ্রাম ওজন ব্যাবহার করে। তাহলে তার লভ্যাংশ হল -

Your score is

The average score is 57%

0%

PSC Miscellaneous Prelims Mock Test Set-6
Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top