Customize Consent Preferences

We use cookies to help you navigate efficiently and perform certain functions. You will find detailed information about all cookies under each consent category below.

The cookies that are categorized as "Necessary" are stored on your browser as they are essential for enabling the basic functionalities of the site. ... 

Always Active

Necessary cookies are required to enable the basic features of this site, such as providing secure log-in or adjusting your consent preferences. These cookies do not store any personally identifiable data.

No cookies to display.

Functional cookies help perform certain functionalities like sharing the content of the website on social media platforms, collecting feedback, and other third-party features.

No cookies to display.

Analytical cookies are used to understand how visitors interact with the website. These cookies help provide information on metrics such as the number of visitors, bounce rate, traffic source, etc.

No cookies to display.

Performance cookies are used to understand and analyze the key performance indexes of the website which helps in delivering a better user experience for the visitors.

No cookies to display.

Advertisement cookies are used to provide visitors with customized advertisements based on the pages you visited previously and to analyze the effectiveness of the ad campaigns.

No cookies to display.

PSC Miscellaneous Prelims Mock Test Set-4

Set No4
Total no of question100
Time1 hour 30 minuets

PSC Miscellaneous Prelims Mock Test

Set-4

1 / 100

জাতীয় শিক্ষা কাউন্সিল কবে প্রতিষ্ঠা হয় ?

2 / 100

নিচের মধ্যে কে, আর্যদের আদি আবাসভূমি আর্কটিক অঞ্চল বলে মত দিয়েছেন?

3 / 100

কারা প্রথম ভারতে তামাকের প্রচলন করে ?

4 / 100

'লাহোর প্রস্তাব' কোন সালে পাশ হয় ?

5 / 100

স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে কী মাপা হয় ?

6 / 100

'ভারতের ওয়াটারম্যান' নামে পরিচিত :

7 / 100

কলকাতা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?

8 / 100

টি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?

9 / 100

ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন :

10 / 100

ভারতে ইংরেজি শিক্ষার সূত্রপাত ঘটান :

11 / 100

নিম্নের কোনটির প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি ?

12 / 100

অ্যানি বেসান্ত হোমরুল আন্দোলন কোথায় শুরু করেন?

13 / 100

ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কিসের চাপ মাপা হয় ?

14 / 100

প্রথম কোন ভারতীয় বোলার টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক করেন ?

15 / 100

জিকা ভাইরাস কার মাধ্যমে ছড়ায় ?

16 / 100

বিদ্যাপতির পদাবলী কোন ভাষায় রচিত ?

17 / 100

ভারতের ক্ষুদ্রতম রাজ্য হল-

18 / 100

স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম —

19 / 100

তুঘলক নামা গ্রন্থের রচয়িতা কে ?

20 / 100

কে 'Politics in India' বইটি লিখেছিলেন?

21 / 100

ভারতীয় সংবিধানের প্রস্তাবনা টি কতবার সংশোধিত হয়েছে ?

22 / 100

স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন ?

23 / 100

ইলতুৎমিশের সমাধি কোন বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্ভুক্ত?

24 / 100

অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি হয় নদীর:

25 / 100

বুদ্ধের বাণী কোন ভাষায় লিখিত হয়েছিল?

26 / 100

মুঘল সাম্রাজ্যের সরকারী ভাষা ছিল—

27 / 100

'Ability of Man' গ্রন্থটির লেখক হলেন :

28 / 100

সৌরচুল্লির কার্যনীতি নিচের কোনটির সাথে এক ?

29 / 100

কত সালে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত হয় ?

30 / 100

ইন্দোচীন এর বর্তমান নাম কি?

31 / 100

‘DNA পর্যায়ক্রম’ প্রক্রিয়া আবিষ্কার করেন-

32 / 100

কে রাজসভায় 'সিজদা' ও 'পাইবস' প্রথা চালু করেন ?

33 / 100

নীল দর্পণ ইংরেজিতে কে অনুবাদ করেন ?

34 / 100

' অমৃত বাজার পত্রিকা ' কে প্রতিষ্ঠিা করেন ?

35 / 100

কোন ইউরোপীয় শক্তি সর্বশেষ ভারতে পৌঁছেছিল?

36 / 100

কথাকলি ধ্রুপদী নৃত্যের জন্য কোন রাজ্য বিখ্যাত?

37 / 100

ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি?

38 / 100

ফ্লাই অ্যাশ - এর কাঁচামালের উৎস কি ?

39 / 100

দ্বিতীয় পরশুরাম কাকে বলা হয় ?

40 / 100

"ডেট্রয়েট" কীজন্য বিখ্যাত?

41 / 100

রিং শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?

42 / 100

বিশ্বের প্রথম মানববিহীন জাহাজ কোনটি, যেটি আটলান্টিক অতিক্রম করবে ?

43 / 100

ভারতের সবচেয়ে দীর্ঘতম টানেল কোনটি ?

44 / 100

ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নিৰ্দিষ্ট করা হয়েছে ?

45 / 100

আফ্রিকা মহাদেশের বৃহত্তম রাষ্ট্রের নাম কি ?

46 / 100

মাওরি কোন দেশের আদিবাসী সম্প্রদায় ?

47 / 100

নিষেকের পর কোষের ক্রোমোজোম সংখ্যা কত ?

48 / 100

কে ব্লাড গ্রুপ আবিষ্কার করেন?

49 / 100

বাংলায় প্রচারিত প্রথম সংবাদপত্র—

50 / 100

ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নাগরিকদের বাকস্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকার দেয়া হয়েছে ?

51 / 100

1613 খ্রিস্টাব্দে ব্রিটিশদের সুরাটে তাদের বাণিজ্য কেন্দ্র স্থাপনের অনুমতি কোন মুঘল সম্রাট দিয়েছিলেন ?

52 / 100

1857 সালের বিদ্রোহ কোথায় খুব বেশি তীব্রতা অর্জন করেনি ?

53 / 100

'ইন্ডিয়ান মুসলিম লীগ' প্রতিষ্ঠিত হয় কোন সালে ?

54 / 100

হুমায়ূনামা কে লিখেছেন ?

55 / 100

মহুয়া কাটোয়া থেকে বর্ধমান পর্যন্ত যায় 40 কিমি/ঘন্টা বেগে এবং ফিরে আসে 50 কিমি/ঘন্টা বেগে। তবে পুরো রাস্তার গড় গতিবেগ কত ?(কিমি/ঘন্টায়)

56 / 100

জল ও দুধের 40 লিটার মিশ্রনে 10% জল আছে। তবে মিশ্রনে আর কত লিটার জল মেশালে , মিশ্রণটিতে জলের পরিমান 20% হবে ?

57 / 100

225 এবং 226 -এর বর্গের পার্থক্য কত ?

58 / 100

42 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বৃত্তচাপের দৈর্ঘ্য 44 সেমি। বৃত্তচাপ টি কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন করবে ?

59 / 100

যদি (a-b)=5 এবং (a^2 - b^2)=145 হয় তবে (a+b)-এর মান হবে (যখন a>b )

60 / 100

2500 টাকার 12.5% সরল সুদে 5 বছরে সুদ কত ?

61 / 100

MRP -এর ওপর 12% এবং 10% ছাড় দেওয়ার পরে একটি প্লেট 6,300 টাকায় বিক্রি হয়েছিল ৷ তাহলে MRP কত ছিল ?

62 / 100

একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 5% বৃদ্ধি পায়। যদি বর্তমান জনসংখ্যা 9261 হয় তাহলে, 3 বছর আগে জনসংখ্যা কত ছিল ?

63 / 100

100টি বইয়ের ক্রয় মূল্য যদি 60টি বইয়ের বিক্রয়মূল্যের সমান হয়। তাহলে লাভ বা ক্ষতির পরিমান হল-

64 / 100

যদি 15 টি বইয়ের দাম 20 টি বইয়ের বিক্রয়মূল্যের সমান হয়। তাহলে ক্ষতির পরিমান কত ?

65 / 100

45 লিটারের মিশ্রণে, ওয়াইনের ও জালের অনুপাত 2 : 3। যদি এই অনুপাতটিকে 1: 3 করতে হয়, তাহলে কত পরিমাণ জল যোগ করতে হবে?

66 / 100

5 কিমি/ঘন্টা বেগে হেঁটে একজন ছাত্র তার বাড়ি থেকে তার স্কুলে 15 মিনিট আগে পৌঁছায় এবং 3 কিমি/ঘন্টা বেগে হাঁটলে সে 9 মিনিট দেরি করে। তার স্কুল এবং তার বাড়ির মধ্যে দূরত্ব কত?

67 / 100

একটি চাকার ব্যাস 98 সেমি। 1540 মিটার দূরত্ব অতিক্রম করতে চাকাটিকে কতবার পূর্ণ ঘূর্ণন সম্পূর্ণ করতে হবে ?

68 / 100

একজন লোক তার স্বাভাবিক গতির 3/4 ভাগ গতিতে হাঁটলে অফিস পৌঁছাতে 20 মিনিট বেশি সময় লাগে। তিনি স্বাভাবিক গতিতে হাঁটলে অফিস পৌঁছাতে কত সময় লাগবে ?

69 / 100

20 মিটার/সেকেন্ড বেগে 180 মিটার দীর্ঘ একটি ট্রেন 10 মিটার/সেকেন্ড বেগে একইদিকে চলমান একজন লোককে অতিক্রম করতে কতক্ষণ সময় লাগবে ?

70 / 100

অমৃতা দীক্ষার চেয়ে 20% কম দক্ষ। দীক্ষা যদি 60 দিনের মধ্যে একটি কাজ করতে পারে। একই কাজ শেষ করতে অমৃতার কত দিন সময় লাগবে ?

71 / 100

A একটি কাজ 64 দিনে করতে পারে। যদি A এর থেকে B 13.33% বেশি দক্ষ হয়, তাহলে A এবং B একসাথে কাজ করলে একই কাজ করতে কত দিন লাগবে ?

72 / 100

A, B এবং C তিনজন বুক বাইন্ডার। A এর 10 মিনিট, B 12 মিনিট এবং C একটি বই বাঁধতে 15 মিনিট সময় নেয়। যদি তারা প্রতিদিন 12 ঘন্টা কাজ করে, তাহলে একজন মানুষ প্রতিদিন গড়ে কতটি বই বাঁধতে পারে?

73 / 100

6 জন পুরুষ এবং 8 জন মহিলা 10 দিনে একটি কাজ করতে পারে। 2 জন পুরুষ এবং 6 জন মহিলা 15 দিনে একই কাজ করতে পারে। 2 জন মহিলা এবং 4 জন পুরুষ একসাথে কাজ করে কত দিনে একই কাজ করতে পারবে ?

74 / 100

E,F এর চেয়ে দ্বিগুণ দক্ষ। যদি তারা উভয়ে একসাথে কাজ করে 10 দিনে একটি কাজ শেষ কর। তবে একই কাজটি সম্পূর্ণ করতে E একা কত দিন সময় লাগবে?

75 / 100

একটি সংখ্যা দুটি সংখ্যা নিয়ে গঠিত। যদি সংখ্যাগুলি স্থান পরিবর্তন করে এবং নতুন সংখ্যাটি মূল সংখ্যার সাথে যোগ করা হয়, তাহলে ফলাফল সংখ্যাটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে:

76 / 100

427398 থেকে সর্বনিম্ন কোন সংখ্যাটি বিয়োগ করা হবে যাতে অবশিষ্ট সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য হয়?

 

77 / 100

2^25 + 2^26 + 2^27 সংখ্যাটি বিভাজ্য হবে কোন সংখ্যা দিয়ে ?

78 / 100

যদি 457ab সংখ্যাটি 3,7 এবং 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে a^2 + b^2 -ab এর মান কত ?

79 / 100

(2^24 -1) কে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে ?

80 / 100

নিচের কোনটি উদ্ভিদের জল সঞ্চয়ের সাথে সম্পর্কিত ?

81 / 100

উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলিমাটি গঠিত অঞ্চল কে বলে -

82 / 100

পশ্চিমবঙ্গে কটি ডিভিশন রয়েছে?

83 / 100

বিটল স্বামী মন্দির কে তৈরি করেন?

84 / 100

প্রাপ্তবয়স্ক মানবদেহের সংকাল হাড়ের সংখ্যা কত?

85 / 100

সেলিম আলী জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত ?

86 / 100

কোন আলোয় সর্বাপেক্ষা কম সালোকসংশ্লেষ হয় ?

87 / 100

হীরার উজ্জ্বলতার কারণ হল :

88 / 100

একটি অর্ধপরিবাহীর তাপমাত্রা বাড়ালে তার রোধ কী হবে ?

89 / 100

'বুলান্দ দরজা' কোথায় অবস্থিত ?

90 / 100

নীচের কোনটি ভারতে 'ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টা' বলা হয়?

91 / 100

নিচের কোন আন্দোলনটি স্বামী সহজানন্দ সরস্বতী শুরু করেছিলেন বিহারে ?

92 / 100

নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ কাকে বলা হয় ?

93 / 100

"ইন কাস্টডি" ইংরেজি উপন্যাসটি কার লেখা ?

94 / 100

"দ্যা ক্যাপটিভ লেডি" কার লেখা ?

95 / 100

শিবসমুদ্রম জলপ্রপাত কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?

96 / 100

আরশোলার শ্বাসযন্ত্রের নাম কি ?

97 / 100

নিম্নলিখিত কোন স্থানে গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি অবস্থিত ?

98 / 100

জীবন বিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়?

99 / 100

মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কী বলা হয় ?

100 / 100

মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র টি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ?

Your score is

The average score is 52%

0%

PSC Miscellaneous Prelims Mock Test Set-4
Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top