প্যারিস অলিম্পিক-২০২৪ | Paris Olympics-2024 | India at Paris Olympic

ইতিহাস:

ব্যারন পিয়ের দে কুবের্তিনের উদ্যোগে আধুনিক অলিম্পিক গেমসের সূচনা ১৮৯৬ সালে গ্রীসের এথেন্সে।
প্রাচীন গ্রিসে অনুষ্ঠিত অলিম্পিকের ঐতিহ্যকে অনুসরণ করে, প্রতি চারবছর অন্তর সারাবিশ্বের প্রতিভাবান ক্রীড়াবিদদের একত্রিত করার লক্ষ্যেই এই গেমসের আয়োজন শুরু হয়। প্রথম অলিম্পিকে মাত্র ১৪টি দেশের অংশগ্রহণ ছিল, যেখানে ৯টি খেলার আয়োজন করা হয়েছিল। এরপর থেকে অলিম্পিক গেমস বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় মঞ্চ হয়ে ওঠে। এই প্রতিযোগিতায় এখন বহু দেশের হাজার হাজার প্রতিযোগী অংশ নেয়, এবং এটি এখন বিশ্ব শান্তি, ঐক্য ও সৌহার্দ্যের প্রতীক।

প্যারিস অলিম্পিক-২০২৪:

ফ্রান্সের রাজধানী প্যারিসে ২৬শে জুলাই থেকে ১১ ই অগাস্ট পর্যন্ত গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২৪ অনুষ্ঠিত হয়।
২০৩ টি দেশের প্রায় ১০,৫০০ জন অ্যাথলেট ৩২ টি খেলার মোট ৩২৯ টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে। ভারত এই অলিম্পিকে ১ টি রুপো ও ৫ টি ব্রোঞ্জ রূপে মোট ৬ টি পদক লাভ করে, পদক তালিকায় ৭১ তম স্থান অর্জন করেছে। স্বাধীন ভারতে প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসাবে মনু ভাকর একটি অলিম্পিকে দুটি পদক জিতে ইতিহাস তৈরী করেন এই অলিম্পিকে।

পদক তালিকা

খেলোয়াড় পদকইভেন্ট
মনু ভাকেরব্রোঞ্জ


মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল
মনু ভাকের এবং সরবজ্যোত সিংব্রোঞ্জ10 মিটার এয়ার পিস্তল মিক্সড
স্বপ্নিল কুশালেব্রোঞ্জপুরুষদের 50 মিটার রাইফেল থ্রি পজিশন্স
ভারতীয় পুরুষ হকি দলব্রোঞ্জপুরুষদের হকি
নীরজ চোপড়ারুপোপুরুষদের জাভলিন থ্রো
আমান শেরাওয়াতব্রোঞ্জপুরুষদের 57 কেজি ফ্রি স্টাইল কুস্তি

স্লোগান :

Games Wide Open

ম্যাসকট:

দ্য অলিম্পিক ফ্রাইরেজ

ভারতের পতাকাবাহক :

উদ্বোধনী অনুষ্ঠান: পি ভি সিন্ধু এবং শরৎ কমল
সমাপ্তি অনুষ্ঠান : মনু ভাকের

পরবর্তী অলিম্পিক:

পরবর্তী অলিম্পিক আসর 2028 সালে আমেরিকার লস আঞ্জেলেস শহরে বসবে।

প্যারিস অলিম্পিক-২০২৪ | Paris Olympics-2024 | India at Paris Olympic
Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top