Posted on 11 August 2024Posted in Blog, Exams, Miscellaneous, WBPSC Miscellaneous Prelims Mock Test Set No5Total no of question100Time1 hour 30 minutes PSC Miscellaneous Prelims Mock Test Set-5 1 / 100 'ওস্তাদ আল্লারাখা খান' কোন ক্ষেত্রে সম্পর্কিত ? সেতার তবলা বাঁশি সানাই 2 / 100 নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয় ? সুরকোটাডা লোথাল ধোলাভিরা বানওয়ালী 3 / 100 'মেত্তুর বাঁধ' কোন নদীর উপর তৈরী করা হয়েছে ? কৃষ্ণা কাবেরী গোদাবরী গঙ্গা 4 / 100 কার সময়কালের ভারতে প্রথম সেন্সাস হয় ? লর্ড মেয়ো লর্ড ডাফরিন লর্ড রিপন লর্ড লিটন 5 / 100 ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি নদী আছে ? কেরালা তামিলনাড়ু মহারাষ্ট্র কর্ণাটক 6 / 100 তারাই অঞ্চলের মৃত্তিকা কি জাতীয়- পলি পডসল রেগুর ল্যাটেরাইট 7 / 100 পান্নালাল ঘোষ কোন বাদ্য যন্ত্রের জন্য বিখ্যাত ছিলেন ? বাঁশি সেতার বেহালা তবলা 8 / 100 যদি পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে যায়, তাহলে g এর মান : বৃদ্ধি পাবে হ্রাস পাবে অপরিবর্তিত থাকবে শূন্য হবে 9 / 100 নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত ? 15 5 20 10 10 / 100 'হাফ নেলসন' শব্দটি কোন খেলার সাথে যুক্ত ? ফুটবল কুস্তি ব্যাডমিন্টন বক্সিং 11 / 100 চেঞ্চু উপজাতিদের কোথায় দেখা যায় ? উত্তরপ্রদেশ অন্ধপ্রদেশ ঝাড়খন্ড কর্ণাটক 12 / 100 সংবিধানের কোন ধারাকে 'সংবিধানের রত্ন' বলা হয় ? 72 নং ধারা 32 নং ধারা 19 নং ধারা 42 নং ধারা 13 / 100 আওয়ামী লীগ কোন দেশের রাজনৈতিক দল ? ভারত বাংলাদেশ পাকিস্তান মালয়েশিয়া 14 / 100 বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন ? হুসেন শাহ গিয়াসুদ্দিন মাহমুদ শাহ ইলিয়াস শাহ নুসরাত শাহ 15 / 100 কোচবিহার শহরটি কোন নদীর তীরে অবস্থিত ? তিস্তা জলঢাকা তোর্সা মহানন্দা 16 / 100 নিম্নলিখিত কোনটি স্কেলার রাশি ? চৌম্বকীয় ভরবেগ গড় বেগ ক্ষমতা বৈদ্যুতিক ক্ষেত্র 17 / 100 হরিষেণ কার সভাকবি ছিলেন? সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধন 18 / 100 অনুচক্রিকার গড় আয়ু কত দিন ? তিন দিন সাত দিন নয় দিন 120 দিন 19 / 100 লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক কত খ্রিস্টাব্দে বসে ? 1931 1930 1939 1940 20 / 100 সকল নাগরিকের বাক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে নিশ্চিত করা হয়েছে ? ধারা 23 ধারা 19 ধারা 17 ধারা 24 21 / 100 সোনার অলংকার তৈরির সময় সোনার সাথে খাদ হিসাবে কি মেশানো হয় ? দস্তা তামা সিলভার বিসমাথ 22 / 100 পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী হওয়ার জন্য কত বছর বয়স্ক হতে হয় ? 21 18 25 20 23 / 100 গােয়েন্দা চরিত্র ‘গােগােল’-এর সৃষ্টিকর্তা হলেন— সমরেশ বসু সমরেশ মজুমদার নারায়ণ গঙ্গোপাধ্যায় নারায়ণ দেবনাথ 24 / 100 'GST'-র পুরাে নাম কী ? Genuine Service Tax Game and Service Tax Goods and Service Tax Gross Service Tax 25 / 100 রায়চুর দোয়াব কোন দুই নদীর মধ্যে অবস্থিত ? কৃষ্ণা ও মুসি কৃষ্ণা ও তুঙ্গভদ্রা কাবেরী ও ভায়গাই কৃষ্ণা ও কাবেরী 26 / 100 প্লাঙ্ক ধ্রুবকের একক হল- জুল জুল/সেকেন্ড আর্গ/সেকেন্ড আর্গ-সেকেন্ড 27 / 100 ক্যাপিটাল মার্কেটের রেগুলেটর হচ্ছে— NSE RBI SEBI IRDA 28 / 100 কোন্ কোশ অঙ্গাণুটি আত্মঘাতী থলি' নামে পরিচিত? রাইবােজোম মাইটোকন্ড্রিয়া গলগিবডি লাইসােজোম 29 / 100 'সেনিয়া' নামে কে পরিচিত ছিলেন ? অজাতশত্রু বিম্বিসার মহাপদ্মানন্দ চন্দ্রগুপ্ত মৌর্য 30 / 100 সোডিয়াম ধাতু কিসের মধ্যে রাখা হয় ? অ্যালকোহল কেরোসিন ডিজেল সব কয়টি 31 / 100 তাপীয় আয়ন তত্ত্বের প্রবক্তা কে ? বেকারেল অ্যাভোগাড্রো মাইকেল ফ্যারাডে মেঘনাদ সাহা 32 / 100 'চক্রবর্তী কমিটি' নিম্নের কোনটির সঙ্গে সম্পর্কিত ? কর কাঠামো পেনশন প্রকল্প আর্থিক নীতি বীমা প্রকল্প 33 / 100 রেল পরিষেবা ভারতে কবে চালু হয়? 1855 সালে 1853 সালে 1852 সালে 1858 সালে 34 / 100 প্রথম ইলেক্ট্রন এর আধান কে নির্ণয় করেন ? থমসন মিলিকান রাদারফোর্ড গোল্ডস্টাইন 35 / 100 জেট ইঞ্জিনের কার্যনীতির ভিত্তি হল - শক্তির নিত্যতা সূত্র ভরের নিত্যতা সূত্র ৰৈখিক ভরবেগের নিত্যতা সূত্র কৌণিক ভরবেগের নিত্যতা সূত্র 36 / 100 ক্যালামাইন নিচের কোন ধাতুর একটি আকরিক? ম্যাগনেসিয়াম তামা টিন দস্তা 37 / 100 LPG-তে ব্যবহৃত গন্ধযুক্ত জৈবযৌগটি হল : ইথানল ইথানল অ্যালকোহল প্রোপাইল অ্যালকোহল ইথাইল মারক্যাপ্টন 38 / 100 ILO সদর দপ্তর কোথায় অবস্থিত ? জেনেভা ওয়াশিংটন ডিসি নিউইয়র্ক সিটি রোম 39 / 100 মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল- গৌহাটি অধিবেশনে (1926) করাচী অধিবেশনে (1931) মাদ্রাজ অধিবেশনে (1927) লাহোর অধিবেশনে (1929) 40 / 100 ভারতে কফির কোন প্রজাতির চাষ সবচেয়ে বেশী হয় ? অ্যারাবিকা ওল্ড চিকস কেন্টস কুর্গম 41 / 100 রং করার তুলি জলে ডুবিয়ে বাইরে আনলে তুলির আঁশগুলি পরস্পরের সঙ্গে জড়িয়ে যায় কারণ- পৃষ্ঠটান সান্দ্রতা কৈশিকতা কোনোটিই নয় 42 / 100 'The Rule Breakers' বই টি কে লিখেছেন ? করণ জোহার শ্যাম সরণ বিজয় গোয়েল প্রীতি সেনয় 43 / 100 ভিয়েনা কোন দেশের বৃহত্তম শহর এবং রাজধানী ? সিরিয়া স্পেন রাশিয়া অস্ট্রিয়া 44 / 100 কোন খাল প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে? পানামা খাল উত্তর সাগর খাল সুয়েজ খাল স্টালিন খাল 45 / 100 কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে 'জনগণের পরিকল্পনা' বলা হয় ? প্রথম তৃতীয় পঞ্চম সপ্তম 46 / 100 ভারতের সংবিধান তৈরি করতে কত দিন সময় লেগেছিল ? 1 বছর 10 মাস 2 বছর 11 মাস 15 দিন 2 বছর 11 মাস 18 দিন 3 বছর 6 মাস 18 দিন 47 / 100 অনুৎপাদক সম্পদ (NPA) হল বাণিজ্যিক ব্যাঙ্কের - বাড়ি ও জমি সরকারি সিকিউরিটি নাগাদ অর্থ যে ঋণ নির্দিষ্ট সময়েও ফেরত দেওয়া হয়নি 48 / 100 তিনটি মৌলিক একক দ্বারা গঠিত একটি ভেক্টর রাশি হল - সরণ ত্বরণ ভরবেগ গতিবেগ 49 / 100 সিকান্দার শাহের রাজধানী কোথায় ছিল ? গৌড় পান্ডুয়া ঢাকা মুর্শিদাবাদ 50 / 100 পশ্চিমবঙ্গের সুন্দরবনকে কত সালে বিশ্ব ঐতিহ্য স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় ? 1987 1989 2001 2018 51 / 100 ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য কোন দেশের অনুকরণে সংযোজিত হয় ? আমেরিকা ইংল্যান্ড আয়ারল্যান্ড রাশিয়া 52 / 100 হরিপ্রসাদ চৌরাশিয়া নিম্নের কোনটির সঙ্গে সম্পর্কিত ? তবলা বাঁশি সেতার সরোদ 53 / 100 কনিষ্ককে কে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন ? অশ্বঘোষ বসুমিত্র নাগার্জুন পার্শনাথ 54 / 100 স্যার সি. ভি. রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন বিকিরণের কোন ঘটনার জন্য ? ব্যতিচার বিচ্ছুরণ বিক্ষেপণ সমবর্তন 55 / 100 নিম্নের কে সর্বপ্রথম গান্ধীজিকে জাতির জনক নামে অভিহিত করেন ? জওহরলাল নেহেরু বিনোবা ভাবে সর্দার বল্লভভাই প্যাটেল নেতাজি সুভাষচন্দ্র বোস 56 / 100 রাজ্যসভায় রাষ্ট্রপতি কর্তৃক কতজন সদস্য মনোনীত হয় ? 2 10 12 15 57 / 100 কোন মহাদেশটি গন্ডোয়ানা ল্যান্ডের অংশ ছিল না ? উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আফ্রিকা আন্টার্কটিকা 58 / 100 UPSC-তার কাজের বার্ষিক প্রতিবেদন কার কাছে জমা দেয় ? রাষ্ট্রপতি সংসদ প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী 59 / 100 ভারতের সংবিধানের প্রস্তাবনার জনক কাকে বলে? জওহরলাল নেহেরু বি আর আম্বেদকর মাউন্টব্যাটেন রাজেন্দ্র প্রসাদ 60 / 100 ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করেছে ? প্রথম তপসিল দ্বিতীয় তপসিল ষষ্ঠ তপসিল সপ্তম তপসিল 61 / 100 'P' কক্ষে সর্বোচ্চ ক'টি ইলেকট্রন থাকতে পারে ? 2 8 18 38 62 / 100 একজন ব্যাক্তির একটি কাছের বস্তুকে স্পষ্টভাবে দেখার নূন্যতম দূরত্ব হল - 10 cm 15 cm 25 cm 50 cm 63 / 100 কোন গ্রহে সূর্য পশ্চিমদিকে ওঠে ? বুধ মঙ্গল শুক্র বৃহস্পতি 64 / 100 দেহের তাপমাত্রা নিয়ন্ত্রনকারী গ্রন্থটি কোনটি ? হাইপোথ্যালামাস পিটুইটারি পিনিয়াল থাইরয়েড 65 / 100 চা চাষ কোন ধরনের কৃষি ব্যবস্থার উদাহরণ? স্থানান্তর কৃষি বৃক্ষরোপণ কৃষি ভূমধ্যসাগরীয় কৃষি মিশ্র কৃষি 66 / 100 বোম্মলত্তম কাঠপুটলি শো ভারতের কোন রাজ্যে বিখ্যাত? রাজস্থান তামিলনাড়ু ওড়িশা কেরালা 67 / 100 মায়োপিয়া রোগটির প্রতিরোধক লেন্স হল : উত্তল লেন্স অবতল লেন্স সাধারণ লেন্স ম্যাগনিফাইং লেন্স 68 / 100 ইউরিক অ্যাসিডের উৎস- ইউরিন দুধ পাচক রস লেবু 69 / 100 '36 চৌরঙ্গী লেন' চলচিত্রের পরিচালক হলেন - গৌতম ঘোষ তপন সিনহা অপর্ণা সেন গোপাল ভট্টাচার্য 70 / 100 নিম্নলিখিত অশোকের শিলালিলিপির কোনটি খরোষ্টিতে লেখা ? লুম্বিনী গিরনার খালসি শাহবাজগড়ি 71 / 100 দিল্লিতে সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন ? নানা সাহেব মঙ্গল পান্ডে রানী লক্ষ্মীবাঈ বখত খান 72 / 100 তথ্যের অধিকার আইন (RTI) কোন সালে পাশ হয় ? 1999 2004 2002 2005 73 / 100 কেবলমাত্র স্থলজ চাপের প্রভাবে জল কতটা উঠতে পারে ? 4 ফুট 10 ফুট 5 ফুট কোনোটিই নয় 74 / 100 হরমন্দির সাহেব পাঞ্জাবের কোন শহরে অবস্থিত ? পাতিয়ালা কাপুরথালা অমৃতসর বাথিন্ডা 75 / 100 নিচের কোন ভিটামিনের অভাবে পেলাগ্রা রোগ হয়? B2 B3 B5 b12 76 / 100 বিশুদ্ধ দুধের ক্রয় মূল্যে দুধ বিক্রয় করে 25/2% লাভ করতে হলে 1 কুইন্টাল বিশুদ্ধ দুধে জল মেশাতে হবে - 23/2 kg 45/4 kg 25/2 kg 10 kg 77 / 100 স্থির জলে নৌকার গতি 15 কিমি/ঘন্টা এবং স্রোতের গতি 3 কিমি/ঘন্টা। 12 মিনিটে স্রোতের অনুকূলে নৌকাটি কত দূরত্ব অতিক্রম করবে ? 1.2 কিমি 1.8 কিমি 2.4 কিমি 3.6 কিমি 78 / 100 একজন নৌকার মাঝি স্রোতের অনুকূলে 5 মিনিটে 1 কিমি যায় এবং স্রোতের বিপরীতে 1 ঘন্টায় 6 কিমি যায়। তাহলে স্রোতের গতিবেগ কত ? 3 কিমি/ঘন্টা 6 কিমি/ঘন্টা 10 কিমি/ঘন্টা 12 কিমি/ঘন্টা 79 / 100 এক টাকা, আধুলি ও সিকি মিলিয়ে মোট 700 টি মুদ্রা আছে। টাকা, আধুলি ও সিকির মুদ্রার মোট মূল্যের অনুপাত 2:3:5 । টাকার মুদ্রার সংখ্যা কত ? 50 100 150 200 80 / 100 একটি শহরের লোকসংখ্যা 5270 এখানে পুরুষের সংখ্যা স্ত্রীলোকের চেয়ে 320 জন বেশি। পুরুষের সংখ্যা কত ? 2700 2658 3020 3040 81 / 100 16 জন পুরুষ 24 দিনে একটি কাজ শেষ করতে পারে এবং 48 জন ছেলে 16 দিনে একই কাজ শেষ করতে পারে। 12 জন লোক কাজ শুরু করে এবং 4 দিন পর 12 জন ছেলে তাদের সাথে যোগ দেয়। বাকি কাজ তারা কত দিনে শেষ করতে পারবে? 6 12 16 কোনটিই নয় 82 / 100 A এবং B একটি কাজ যথাক্রমে 28 দিন এবং 35 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে কিন্তু A কিছু সময় পরে চলে যায় এবং B 17 দিনে বাকি কাজ শেষ করে। A কত দিন পর চলে যায় ? 68/9 দিন 8 দিন 9 দিন 72/5 দিন 83 / 100 ঘন্টায় 54 কিমি বেগে চলমান একটি ট্রেন 12 সেকেন্ডে একটি বাতিস্তম্ভ অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত ? 100 মিটার 120 মিটার 125 মিটার 180 মিটার 84 / 100 এক জন লোক টাকায় 20 টি ও টাকায় 30 টি দামে সমান সংখ্যাক কমলালেবু ক্রয় করে সেগুলিকে একসাথে টাকায় 25 টি দামে বিক্রয় করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে ? 3% ক্ষতি 4% ক্ষতি 4% লাভ 2% লাভ 85 / 100 একটি পার্টিতে মহিলা ও পুরুষের অনুপাত 4:5 কিছক্ষন পরে 16 জন মহিলা আসায় ওই অনুপাত হল 6:5। ওই পার্টিতে পুরুষের সংখ্যা কত ? 44 40 36 32 86 / 100 যদি x:y=3:4 হয়, তাহলে (2x +3y):(3y-2x)=? 2:1 3:1 3:2 21:1 87 / 100 যদি ab=64 হয়, তাহলে নিচের কোনটি সঠিক ? 8:a=8:b a:16=b:4 a:8=b:8 32:a=b:2 88 / 100 একজন মানুষ 8 টাকায় 10টি জিনিস কেনে এবং প্রতিটি জিনিস সে 1.25 টাকা হারে সেগুলি বিক্রি করে। তবে তার লাভ কত? 39/2 % 20% 50% 225/4 % 89 / 100 24,32 এবং 36 দিয়ে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করলে যথাক্রমে 19, 27 এবং 31 ভাগশেষ থাকবে ? 283 823 482 738 90 / 100 20,480 টাকায় 6.25% সুদের হরে 2 বছর 73 দিনের চক্রবৃদ্ধি সুদ কত হবে ? 4600 টাকা 2999 টাকা 3000 টাকা কোনটি নয় 91 / 100 একজন বিক্রেতা একটি জিনিস বিক্রি করে ও তার 25/2 % ক্ষতি হয়। তাহলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত ? 7:8 9:8 8:7 8:9 92 / 100 একজন বিক্রেতা 100 টাকায় একটি জিনিস বিক্রি করে 15 টাকা লাভ করে। তাহলে তার লাভের পরিমান কত ? 15% 50/3% 300/17% 69/4% 93 / 100 √(8 - 2√15)=? 3 - √5 √5 - √3 5 - √3 √5 + √3 94 / 100 10 বছর পর, A -এর বয়স দ্বিগুন হবে B এর 10 বছর আগের বয়সের চেয়ে। যদি A এখন B থেকে 9 বছরের বড় হয়, তাহলে B এর বর্তমান বয়স হল- 19 বছর 29 বছর 39 বছর 49 বছর 95 / 100 যদি 2x +y = 5 এবং 3x -4y =2 হয়, তবে 2xy-এর মান কত ? 4 6 8 10 96 / 100 নিচের দেওয়া ভগ্নাংশ গুলির মধ্যে কোনটি সবচেয়ে বড়?9/31, 3/17, 6/23, 4/11 9/31 3/17 6/23 4/11 97 / 100 একটি সংখ্যা যখন 899 দ্বারা ভাগ করা হয় তখন 63 ভাগশেষ থাকে। যদি ওই সংখ্যাটি 29 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে ? 5 25 27 কোনটি নয় 98 / 100 A9257B684 সংখ্যাটি যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে (A-B)-এর ক্ষুদ্রতম মান কত ? 14 0 -8 3 99 / 100 0.477... কে ভগ্নাংশে লিখলে কত হবে ? 47/90 47/99 43/90 43/99 100 / 100 চালের মূল্য 10% কম হাওয়ায় একজন উপভোক্তাকে চালের খরচ কত বৃদ্ধি করতে হবে যাতে তার খরচ একই থাকে ? 21/2% 100/9% 50/3% 18% Your score isThe average score is 47% 0% Restart quiz PSC Miscellaneous Prelims Mock Test Set-5Share This Post Post navigation PSC Miscellaneous Prelims Mock Test Set-4PSC Clerkship Prelims Mock Test Set-4 Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.